কলকাতা: পর পর তিন সপ্তাহে পরিচালক সোমনাথ সেনের তিনটি কাহিনীচিত্র মুক্তির প্রতীক্ষায়। ছবিগুলি হল ‘পালাবদল’, ‘নিজের সঙ্গে দেখা’ ও ‘বিকেলের আলো’।
এই ছবিগুলোতে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, মৌবনী সরকার, শ্রীলা মজুমদার, পাপিয়া অধিকারী, অনামিকা সাহা, বিপ্লব চট্টোপাধ্যায়, কল্যাণ চট্টোপাধ্যায়, অমিতাভ ভট্টাচার্য, মৌসুমী ভট্টাচার্য, কন্যাকুমারী, দীপ সরকার ও রণিত দে প্রমুখ।
রূপসা ফিল্মস নিবেদিত ‘পালা বদল’ ছবির কাহিনিকার সোমনাথ সেন, চিত্রনাট্য লিখেছেন সজল ঘোষ, সংগীত পরিচালনা করেছেন চন্দন রায়চৌধুরী, চিত্রগ্রহণ তীর্থ মিত্র, সম্পাদনা করেছেন দীপক মণ্ডল এবং শিল্প নির্দেশনায় রয়েছেন প্রদীপ দে সরকার। এই ছবি মুক্তি পাবে ২৮ জুলাই।
‘নিজের সঙ্গে দেখা’ ছবির প্রযোজনা এবং কাহিনি সোমনাথ সেনের, চিত্রনাট্য লিখেছেন সজল ঘোষ, সংগীত পরিচালনা করেছেন চন্দন রায়চৌধুরী, চিত্রগ্রহণ তীর্থ মিত্র, সম্পাদনা করেছেন দীপক মণ্ডল এবং শিল্প নির্দেশনায় রয়েছেন প্রদীপ দে সরকার। এই ছবি মুক্তি পাবে ৪ আগস্ট।
সোমনাথ সেন প্রযোজিত তৃতীয় ছবি ‘বিকেলের আলো’ মুক্তি পাবে ১১ আগস্ট। এই ছবির কাহিনি, চিত্রনাট্য শংকর দাশগুপ্তের। সংগীত পরিচালনা করেছেন অশোক ভদ্র, চিত্রগ্রহণ পার্থ রক্ষিৎ, সম্পাদনা করেছেন দীপক মণ্ডল এবং শিল্প নির্দেশনায় রয়েছেন প্রদীপ দে সরকার।