হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা টিকু তালসানিয়া

অভিনেতা টিকু তালসানিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর। ৭০ বছর বয়সী এই অভিনেতা “দিল হ্যায় কি মানতা নহি” (১৯৯১), “কভি হা কভি না” (১৯৯৩) এবং “ইশক” (১৯৯৭)-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।

খবরে বলা হয়েছে, শুক্রবার তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হন এবং বর্তমানে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি রয়েছেন।

Telly Chakkar-এর প্রতিবেদন অনুযায়ী, টিকু তালসানিয়ার অবস্থা অত্যন্ত সংকটজনক। তবে, তাঁর স্বাস্থ্য সংক্রান্ত আরও বিশদ আপডেট এখনও পাওয়া যায়নি।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল