দ্বিতীয় বার মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

কলকাতা: কন্যাসন্তানের মা হলেন কোয়েল মল্লিক। শনিবার সকালে কোয়েল ও তাঁর স্বামী নিসপাল সিংহ রানে সমাজমাধ্যমে তাঁদের পরিবারের নতুন সদস্যের আগমনের খবর জানান। বড়দিনের আগেই এই আনন্দ সংবাদে মল্লিক ও রানে পরিবার উচ্ছ্বসিত। কোয়েলের কন্যাসন্তান এবং তিনি দু’জনেই সুস্থ আছেন।

এ বছর দেবীপক্ষের শুরুতেই কোয়েল ঘোষণা করেছিলেন যে, তাঁদের পরিবার বড় হতে চলেছে। হাসিমুখে স্বামী নিসপাল ও পুত্র কবীরের সঙ্গে ছবি পোস্ট করে তিনি জানিয়েছিলেন, কবীর শীঘ্রই বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। ২০২০ সালে অতিমারির সময় মে মাসে কোয়েলের পুত্র কবীরের জন্ম হয়। সেই বছর মহাষ্টমীতে ছেলের নাম প্রকাশ করেছিলেন কোয়েল। চার বছর পর এবার তাঁদের পরিবারে এল কন্যাসন্তান।

খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বাংলা বিনোদন জগৎ কোয়েল ও তাঁর পরিবারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিনি নিজেও পুত্রের পর কন্যার মা, কোয়েলের আনন্দ ভাগ করে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, “কন্যাসন্তানের গর্বে গর্বিত মা-বাবাকে আন্তরিক শুভেচ্ছা। সদ্যোজাতকে ভালবাসা ও আশীর্বাদ।”

মিমি চক্রবর্তী, ইশা সাহা, ঋদ্ধিমা সেন, মহেন্দ্র সোনি, আকৃতি কক্কর সহ আরও অনেক তারকা তাঁদের শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন।

Related posts

৩৩ বছরের অভিনয়জীবনে প্রথম জাতীয় পুরস্কার শাহরুখ খানের, তবে ভাগও দিতে হবে অন্য একজনকে

সুপারস্টার দেবের ২০ বছরের ফিল্মি সফর, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন মোহনলাল