চারিদিকে ঝুলছে থালা-বাসন। এরই মাঝে দাঁড়িয়ে একের পর এক ছবি তুলছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ছবি প্রকাশ্যে আনতেই ট্রোলের শিকার হতে হল টলিউড অভিনেত্রীকে।
সম্প্রতি একটি বাসনের দোকানে ফোটোশ্যুট করেছেন শুভশ্রী। আর সেই ছবি ও ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন। ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, ‘আলাদা কিছু অনুভব করছি’। এরপর কার্যত রে রে করে উঠেছেন নেট নাগরিকরা। কমেন্টে ভরিয়েছেন তাঁরা।
অভিনেত্রীর উদ্দেশে তাঁদের প্রশ্ন, “আর কি জায়গা ছিল না”? শুধু লোকেশনই নয়, নেটিজেনদের আপত্তি এডিটিং নিয়েও। তাঁদের বক্তব্য, যে ছবিগুলি শুভশ্রী পোস্ট করেছেন সেগুলোর গুণগত মান একেবারেই ভাল নয়। এমনকি এডিটিংও বেশ শিশুসুলভ। কী করে ওই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী, প্রশ্ন তুলেছেন তাঁরা।
কে জানে, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হয়ে কী ভাবে তিনি বাসনের দোকানে রিল তৈরি করতে গেলেন। তিনি চাইলে তো আরও একটু ভালো কিছু চেষ্টা করে দেখতে পারতেন, এমনটাও কমেন্ট করেছেন কেউ কেউ।