Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক মনোজ কুমার - NewsOnly24

প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক মনোজ কুমার

শুক্রবার সকালে বলিউডে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা ও পরিচালক মনোজ কুমার। বয়স হয়েছিল ৮৭। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোর ৩:৩০-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান শিল্পী। জানা গেছে, তিনি লিভার সিরোসিসেও ভুগছিলেন।

দেশাত্মবোধক সিনেমার জন্য বিখ্যাত মনোজ কুমার তাঁর কেরিয়ারে ‘ক্রান্তি’, ‘পুরব অউর পশ্চিম’, ‘রোটি কাপড়া অউর মকান’-এর মতো কালজয়ী ছবিতে অভিনয় করেছেন। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ৬৩তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়।

১৯৩৭ সালে বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয় অবস্থিত আবোটাবাদে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাঁর আসল নাম ছিল হরিকৃষ্ণন গিরি গোস্বামী। বলিউডে পা রাখার সময় তিনি নাম পরিবর্তন করে মনোজ কুমার রাখেন। ১৯৫৭ সালে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন এবং ১৯৬১ সালে ‘কাচ কি গুড়িয়া’ সিনেমায় বড় ব্রেক পান।

বয়সের কারণে অভিনয় জীবন থেকে ধীরে ধীরে সরে গিয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে লাইমলাইটের বাইরে থাকলেও তাঁর অবদান ভোলেননি ভক্তরা। তাঁর প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

ইন্ডিয়ান আইডল তারকার আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

অস্ত্রোপচারের পর নচিকেতাকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা, নিলেন শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর

‘হাঁটি হাঁটি পা পা’: বাবা–মেয়ের সম্পর্কের নিখাদ আবেগে মন ছুঁয়ে গেল চিরঞ্জিত–রুক্মিণীর অভিনয়