প্রথম পাতা বিনোদন অন্য প্রেমের গল্প নিয়ে আসছে ওয়েব সিরিজ ‘আমরা টুগেইদার’

অন্য প্রেমের গল্প নিয়ে আসছে ওয়েব সিরিজ ‘আমরা টুগেইদার’

727 views
A+A-
Reset

নিজস্ব প্রতিনিধি: একটি ছেলে প্রেমে পড়েছে। সে বিয়ে করতে চায়। কিন্তু, তাঁর বাবা এই বিষয়টি মেনে নিতে পারেন না।এই না মানার বড় কারণ ছেলের ‘পছন্দ’। যা সাধারণ অর্থে একটি বহুলচর্চিত প্রেম কাহিনী বলে মনে হলেও ‘আমরা টুগেইদার’ এর গল্প অন্য গল্প থেকে একদমই আলাদা। কারণ, ছেলেটি বিয়ের জন্য কোনও পাত্রী নয়, পাত্র খুঁজেছে। যিনি পেশায় একজন ‘রেডিও জকি’।
এই রেডিও জকিও ওই ছেলেটির প্রেমে হাবুডুবু খাচ্ছে।এই বিষয়টি জকি’র মহিলা সহকর্মীও মেনে নিতে পারে না, তাই সে বিষয়টি নিয়ে রেগে যায়। এই গল্পের প্রথম ছেলেটির বাবা তাঁর এই বিবাহের বিপক্ষে থাকলেও তাঁর মা তাকে সহায়তা করে এবং এবার আমরা সম্পূর্ণ নতুন একটি জীবনযাপনের গল্পকে এগিয়ে যেতে দেখতে পাই।

কিন্তু এই গল্পের অন্ত কি আর পাঁচটা গল্পের মতো ‘মধুরেণ সমাপয়েৎ’ ঘটাবে নাকি একদম অন্যরকম বাঁক নেবে! জানতে হলে দেখতে হবে ‘আমরা টুগেইদার’। সিরিজটি পরিচালনা করেছেন অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়।
সিরিজে অভিনয় করেছেন ইন্দ্রাশিস রায়,অনিন্দ্য চট্টোপাধ্যায়,সুদীপ্তা চক্রবর্তী,পূজারিণী ঘোষ,পৌলমী দাস,সুদীপ মুখোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, আরজে অয়নন্তিকা।

সিরিজে অতিথি শিল্পীর ভূমিকাতে দেখা যাবে সিদ্ধার্থ রায় অর্থাৎ সিধু এবং গৌরব চট্টোপাধ্যায় অর্থাৎ গাবুকে।
সিরিজের গল্প লিখেছেন জনপ্রিয় নাট্যকার সাগ্নিক চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন রাহুল তন্ময় শুভ্র। ‘ক্লিক’ ওটিটি প্ল্যাটফর্মে চলতি মাসেই শুরু হবে সিরিজের স্ট্রিমিং।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.