চকচকে ত্বকের গোপন রহস্য কলা দিয়ে তৈরি ঘরোয়া প্যাক

ওয়েবডেস্ক : ডিআইওয়াই হ্যাক তো প্রচুর ট্রাই করেছেন। কখনও উপকৃত হয়েছেন, কখনও হননি। তাই বলে কী আর চেষ্টা করবেন না? নিশ্চয়ই করবেন, যদি নিশ্চয়তা পান।

হ্যাঁ, নিশ্চয়তা রয়েছে। একেবারে ঝলমলে ত্বক পাওয়ার নিশ্চয়তা। কী করতে হবে সেজন্য? একটা ছোট্ট ডিআইওয়াই প্যাক তৈরী করতে হবে আপনাকে কলা দিয়ে। কলা আপনার মুখের ত্বকে নিয়ে আসবে জেল্লা। জেনে নিন কীভাবে তৈরী করবেন এই বিশেষ ফেস প্যাক।

উপাদান : কলা- ১টা
লেবুর রস- ১/২
মধু
১ চা চামচ

কীভাবে করবেন : একটি বাটিতে সব উপকরণ যোগ করে ভালো করে মিশিয়ে নিন। এরপর মুখ ভালো করে পরিষ্কার করে আস্তে আস্তে আপনার গোটা মুখে লাগিয়ে নিন এই কলার প্যাক। প্যাক শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

এরপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ভালো কোনও ময়েশ্চরাইজার লাগিয়ে নিন। যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য এই ফেস প্যাক টি সত্যিই ভাল কাজ করে।

আরও পড়ুন : ময়শ্চারাইজার টেনে নিচ্ছে রুক্ষ ত্বক, কী ভাবে বজায় থাকবে মসৃণ পেলবতা?

Related posts

উৎসবের মরশুমে স্বস্তি! দুধ-দুগ্ধজাত পণ্যের দাম কমাল মাদার ডেয়ারি

৩ মাস পর খুলছে ডুয়ার্সের জঙ্গল, হাতি সাফারিতে অনলাইন-অফলাইন বুকিং সুবিধা

বাইরে বেরোলে জ্বালাপোড়া গরম, কী করবেন আর কী করবেন না?