Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
গরমে নিজেকে মোহময়ী করে তুলতে, লঞ্চ হয়ে গেল জন সেনগুপ্তের সামার কালেকশন ২০২৩ - NewsOnly24

গরমে নিজেকে মোহময়ী করে তুলতে, লঞ্চ হয়ে গেল জন সেনগুপ্তের সামার কালেকশন ২০২৩

কলকাতা: প্যাচ প্যাচে গরমের হাত থেকে পরিত্রাণ পেতে হালকা রঙের ঢিলেঢালা পোশাকের জুড়ি মেলা ভার। গরমে আরামদায়ক পোশাকে নিজেকে সুস্থ, স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্য রাখতে ফ্যাশন ডিজাইনার জন সেনগুপ্ত লঞ্চ করলেন তাঁর এক্সক্লুসিভ সামার কালেকশন। নব প্রজন্মের ছেলে মেয়েদের পছন্দের কথা মাথায় রেখেই , পোশাকগুলি ডিজাইন করেছেন জন৷

গরমের জন্য ঢিলেঢালা পোশাকই রেখেছেন জন। গরমে যাতে বেশিক্ষণ কাজ করলেও পোশাকটি বডির সঙ্গে যাতে এঁটে না যায় এবং কিছুটা স্বস্তি পাওয়া যায়, সেই জন্য হালকা রঙের পোশাক রাখা হয়েছে জনের নতুন কালেকশন গুলিতে। কটন এবং লিনেনের পোশাককেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই পোশাক গুলোর বিশেষত্ব হল হ্যান্ড প্রিন্টিং এর কাজ রয়েছে।

এ ছাড়া ও পোশাক গুলিতে রয়েছে, কাঁথা স্টিচ, টাই এন ডাইয়ের ব্যবহারও। তাহলে আর দেরি কেন! সুন্দর এবং আরামদায়ক পোশাকে যারা নিজেকে উপস্থাপন করতে চান, তাদের জন্যই তৈরি হয়েছে জনের সামার কালেকশন ২০২৩ এর পোশাক গুলি। মাহি দেবনাথের মেকআপ এবং হেয়ারস্টাইলে, জনের তৈরি এই পোশাকগুলি পরেছেন পৌলমী ভৌমিক এবং অর্চিত রায়।

Related posts

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য অন্তর্বর্তী বাজেট, ২০২১-এর মতো মুখ্যমন্ত্রীই কি পেশ করবেন?

চতুর্থবারও মা–মাটি–মানুষের সরকার, কোচবিহারে জোরাল বার্তা অভিষেকের

পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাড়বে তাপমাত্রা, কলকাতায় এই ঠান্ডা থাকবে কতদিন?