Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এ বার মহম্মদ সেলিমকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের - NewsOnly24

এ বার মহম্মদ সেলিমকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। গত কয়েকদিন ধরে সেলিমের একটি টুইট ঘিরে জোর বিতর্ক রাজ্য-রাজনীতিতে। নোটিসে বলা হয়েছে, সেলিম ক্ষমাপ্রার্থনা করে ওই টুইটটি না মুছে দিলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ করবেন অভিষেক।

উল্লেখ্যণীয় ভাবে, যে টুইট ঘিরে এত বিতর্ক, সেখানে সরাসরি কারও নাম উল্লেখ করেননি সেলিম। কিন্তু ওই লেখার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত একটি রিপোর্ট ‘শেয়ার’ করেছিলেন তিনি। সেখানে অভিষেকের একটি ছবিও ছিল। যে কারণে স্পষ্ট হয়ে গিয়েছিল যে, সেলিম কাকে লক্ষ্য করে ওই কথা লিখেছেন।

সেলিম টুইটে লিখেছিলেন, ‘কয়লা কেলেঙ্কারি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি-সহ একাধিক দুর্নীতিতে নাম জড়ানো এক মাফিয়া সাংসদ নিউইয়র্ক থেকে সেলফি শেয়ার করেছেন। বিজেপির মাথাদের সাহায্য নিয়ে তিনি দেশের বাইরে চলে গিয়েছেন। অভিযোগ, তিনি ভুল পথে আয় করা টাকা সরানোর জন্য ১৫ জন বিদেশি “যৌনকর্মী”র অ্যাকাউন্ট ব্যবহার করেছেন।’

ওই নোটিসে অভিষেকের মানহানি করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি টাকা জমা করা নিয়ে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে অভিষেকের আইনজীবীর তরফে। জানিয়ে দেওয়া হয়েছে ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে সেলিমকে নয়তো তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।

Related posts

মরশুমের শুরুতেই আবারও বাঘের দেখা! পীরখালিতে একদিনে দুই রয়্যাল বেঙ্গল টাইগার দেখলেন পর্যটকরা

ডিসেম্বরে মোদির সম্ভাব্য বঙ্গ সফর, শেষ সপ্তাহে আসতে পারেন অমিত শাহ—বিধানসভা ভোটের আগে চূড়ান্ত তোড়জোড় বিজেপির

এসআইআর-এর চাপে উন্নয়নের কাজ ব্যাহত না হয়, জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যসচিবের