‘করোনার কথা মাথায় রেখে এখন থেকে আর বড় জমায়েত করা হবে না’, নজিরবিহীন পদক্ষেপ নিল সিপিএম

ডেস্ক: রাজ্যে করোনার গ্রাফ উর্ধমুখী, তার জন্য বিভিন্ন দলের রাজনৈতিক প্রচার ও জমায়েত অনেকাংশে দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতির মধ্যেই নজিরবিহীন পদক্ষেপ নিল সিপিএম। দলের তরফে এদিন মহম্মদ সেলিম জানিয়েছেন, আগামী তিন দফার নির্বাচনে ভিড় এড়াতে আর বড় কোনও সমাবেশ বা জমায়েত করবে না দল৷ বরং মানুষকে সচেতন করার উপরেই বেশি জোর দেওয়া হবে।


বুধবার কলকাতায় আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠকে সিপিএমের পলিটব্যুরো সদস্য  মহম্মদ সেলিম জানিয়েছেন,’ আগামী দফার ভোট প্রচারে  বড় ভিড় না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হইচই পাকানোর মতো কিছু করা হবে না।  মানুষকে সচেতন করার উপরেই জোর দেওয়া হবে। যেখানে ভোট হয়েছে অথবা যেখানে ভোট হবে সেখানে গত একবছর ধরে যে পরিষেবা আমরা দিয়েছি সেটাই দেওয়া হবে। আক্রান্ত মানুষের পাশে দাঁড়াব।

আরও পড়ুন: শীতলকুচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাশের রাজনীতি করছেন’, অভিযোগ জয়প্রকাশ মজুমদারের


 মূলত নেটমাধ্যমে ও বিধি মেনে বাড়ি বাড়ি প্রচারে জোর দেওয়া হবে।বড় জমায়েত না হলেও যেখানে শারীরিক দূরত্ববিধি মেনে রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা সম্ভব, সেখানে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে ছোট সভা আয়োজন করা হবে বলে তিনি জানিয়েছেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক