বিজেপি- তৃণমূল সংঘর্ষ, রণক্ষেত্র বেলেঘাটা, ঝরল রক্ত

কলকাতা: অষ্টম দফার নির্বাচনের সকালেই রণক্ষেত্রের চেহারা নিল বেলেঘাটা। রাজবল্লভপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে সংঘর্ষ, বোতল ছোড়া, পাথরবৃষ্টি। মাটিতে ফেলে কাঠ দিয়ে বেধড়ক মার, ঝরল রক্ত। সংঘর্ষে আহত দুপক্ষের বেশ কয়েকজন।

এক যুবকের মুখ দিয়ে রক্ত ঝরছে। আহত হয়েছেন এক মহিলাও। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির। স্থানীয় সূত্রে খবর এদিন সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছিল এলাকায়। বিজেপি ও তৃণমূল দুপক্ষই একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল। বেলা বাড়তেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।


দুপক্ষের মধ্যে বোতল-পাথর ছোড়াছুড়ি। দু পক্ষই একে অপরের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে। বাড়ি ভাঙচুর ও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস। এরপরই তৃণমূল কর্মীরা পাথরবৃষ্টি শুরু করে বলে অভিযোগ।
বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল। পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। জমায়েত হঠাল পুলিশ। 

আরও পড়ুন: মানিকতলায় কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান


বাসিন্দাদের একাংশের অভিযোগ দীর্ঘক্ষণ ধরে এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলে। কিন্তু পুলিশের দেখা পাওয়া যায়নি। এদিকে সংঘর্ষের মাঝে পড়ে জখম হন স্থানীয় এক মহিলা। এনিয়ে ক্ষোভ ছড়াতে থাকে ক্রমশ। বিজেপি সমর্থকদের দাবি তৃণমূলের লোকজন ভোটে বাধা তৈরি করছে না। এটা কোনওভাবে মানা যাবে না। 

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?