রবিবার টানা দ্বিতীয় দিনে তেলঙ্গনা এবং অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে কমপক্ষে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। লাগতে বৃষ্টির ফলে বেশ কয়েকটি এলাকায় বন্যা ও জলের নিচে চলে গিয়েছে। যে কারণে সড়ক ও রেল চলাচল ব্যাহত হয়েছে।
অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গনার নদীগুলির জলস্তর বিপদ সীমার উপরে রয়ে গেছে। হাজার হাজার মানুষকে বন্যাকবলিত এলাকা থেকে ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্গতদের দ্রুত সরিয়ে নিচ্ছে জাতীয় ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী।
রেল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১০০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে । অন্যান্য রাজ্যগুলির সঙ্গে তেলঙ্গনা এবং অন্ধ্রপ্রদেশের পরিষেবা প্রদানকারী দক্ষিণ মধ্য রেলওয়ে নেটওয়ার্কের একাধিক স্থানে ভারী বর্ষণ এবং ট্র্যাকের উপর জল জমে যাওয়ার কারণে বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং তেলঙ্গনার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডির সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তাঁদের কেন্দ্র থেকে সম্ভাব্য সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।