মধ্যপ্রদেশের হাসপাতালে ভয়াবহ আগুনে পুড়ে মৃত ১০

মধ্যপ্রদেশের বেসরকারি হাসপাতালে ভয়াবহ আগুন। জবলপুর জেলার একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগে। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। একেবারে দাউ দাউ করে জ্বলছে হাসপাতালটি। রোগীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একাধিক। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

সূত্রে জানা যাচ্ছে, মৃতদের মধ্যে বেশির ভাগই হাসপাতালের স্টাফ। অন্যদিকে দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে আগুন লাগার কারন এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ঘটনার সময় দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মুহূর্তের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে চারপাশ। আর আগুনের লেলিহান শিখা ক্রমশ বেরিয়ে আসছে।

আরও পড়ুন :

বুধবার হবে রাজ্য মন্ত্রিসভার রদবদল, আসছে নতুন মুখ, ঘোষণা মমতার

রাজ্যে আরও ৭ নতুন জেলা, ঘোষণা মমতার

শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১০

কমনওয়েলথ গেমসের ভারোত্তলনে বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে এল সোনা

সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে শোকজ্ঞাপণ মুখ্যমন্ত্রীর

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক