চিনা নববর্ষ উপলক্ষে উৎসবমুখর আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মন্টেরে পার্কে চিনা নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হচ্ছিল, যেখানে একজন আততায়ী নির্বিচারে গুলি চালায়। ১০ জন নিহত এবং আহত আরও ১০ জন। তদন্তে স্থানীয় পুলিশ এবং গোয়েন্দা বিভাগ।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের এক সার্জেন্ট জানান, মন্টেরে পার্কের গার্ভে অ্যাভিনিউতে এক আততায়ী গুলি চালায়। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১০টার পর হামলার ওই ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলের কাছাকাছি এক রেস্তোঁরা মালিক সেউং ওন চোই সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, তিনজন লোক তার রেস্তোরাঁয় এসে দরজা বন্ধ করতে বলে। তারা জানায় মেশিনগান হাতে এক হামলাকারী তাদের পিছু নিয়েছে। গুলি চলার সময় আহত-নিহতরা সেখানে চাইনিজ খাবার খাচ্ছিল অথবা গয়না কিনছিল।
উল্লেখযোগ্য ভাবে,যেখানে শনিবার রাতে বন্দুকবাজ তাণ্ডব চালিয়েছে, সেখানে ওই এলাকার চিনা সম্প্রদায়ের বসবাস এবং চিনা নববর্ষ এখানে খুব বড় করে উদযাপন করা হয়। তারই মধ্যে এবছর এত বড় হামলা। ভয়ে কাঁটা স্থানীয় বাসিন্দারা।