Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
১১বিরোধী দলের ১১ দিন ধরে ১১টি দাবিতে দেশ জোড়া প্রতিবাদ - NewsOnly24

১১বিরোধী দলের ১১ দিন ধরে ১১টি দাবিতে দেশ জোড়া প্রতিবাদ

ডেস্ক : কংগ্রেস সভানেত্রীর সনিয়া গান্ধীর ডাকে ভার্চুয়াল বৈঠকে অংশ নিল ১৯টি বিরোধী রাজনৈতিক দল। আগামী ২০ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজোড়া প্রতিবাদে সামিল হচ্ছে বিরোধী দলগুলি। কেন্দ্রের কাছে ১১ দফা দাবি তুলে ধরা হবে ওই ১১ দিন ধরে।

দাবিগুলির মধ্যে রয়েছে, পেগাসাস স্পাইওয়্যার নজরদারি নিয়ে সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রিত বিচারবিভাগীয় তদন্ত, তিন বির্তকিত কৃষি আইন ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলি।

শুক্রবারের বৈঠকে উপস্থিত ছিল তৃণমূল, এনসিপি, ডিএমকে, শিবসেনা, জেএমএম, সিপিআই, সিপিএম, এনসি, আরজেডি, এআইইউডিএফ, ভিসিকে, লোকতান্ত্রিক জনতা দল, জেডিএস, আরএলডি, আরএসপি, কেরল কংগ্রেস মণি, পিডিপি এবং আইইউএমএল নেতৃত্ব।

কী ধরনের কর্মসূচি নেওয়া হবে বৈঠকের পর তারও ইঙ্গিত দিয়েছে বিরোধীদলগুলি। বিবৃতি দিয়ে বলা হয়েছে প্রতিবাদের পদ্ধতি হিসাবে থাকবে ধরনা, হরতাল এবং অবস্থান বিক্ষোভ। কোভিড বিধি মেনে এই বিক্ষোভগুলি হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এই বৈঠকে সনিয়া গান্ধী বলেন, ‘‘আমাদের সকলেরই নানা বাধ্যবাধ্যকতা রয়েছে। কিন্তু এখন সময় আমাদের দেশের স্বার্থে সব কিছু উর্ধ্বে উঠে আসা।

খুব শীঘ্রই বিভিন্ন দলের নেতাদের নিয়ে দিল্লিতে বৈঠক ডাকতে পারেন কংগ্রেস সভানেত্রী। ২০২৪-এ বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ের ঘুঁটি সাজানো হতে পারে ওই বৈঠকে।

রও পড়ুন :লক্ষ্য ২০২৪, ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পিত ভাবে এগোতে হবে’, সোনিয়া মমতা

Related posts

‘মনে হচ্ছে, নিজের কাউকে হারালাম’ পিডিএস নেতা সমীর পুততুণ্ডর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মা উড়ালপুলে অ্যাপ ভিত্তিক শাটল বাসে নিষেধাজ্ঞা, যানজট কমাতে লালবাজারের সিদ্ধান্ত

শীতের দৌড়ে শ্রীনিকেতনকে ছাপাল কল্যাণী, আর কতদিন জাঁকিয়ে শীত?