কলকাতা: প্রায় ১১০০ ইলেকট্রিক বাস বা ই-বাস নামানোর জন্য একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরেই এই বাসগুলির রাস্তায় নামা শুরু হতে পারে।
২০১৯ সালে কলকাতায় প্রথম এই ধরনের বাস নামানো হয়েছিল। এরপর ধাপে ধাপে এই বাসের সংখ্য়া বৃদ্ধি পেয়েছে। প্রথম পর্যায়ে এসেছিল ২০টি। পরে আরে আরও আসে ৮০টি বাস। শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসগুলি কলকাতা ও পার্শ্ববর্তী বিভিন্ন রুটে চালানো হয়।
সূত্রের খবর, বিধানসভা এস্টিমেট কমিটি কলকাতার রাস্তায় আরও ইলেকট্রিক বাস নামানোর সুপারিশ করে। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের নেতৃত্বে ২০ সদস্যের কমিটি কলকাতার রাস্তায় আরও ইলেকট্রিক বাস নামানোর ব্যাপারে সুপারিশ করেছিল। এ বার নতুন করে ১১০০ ই-বাস নামানোর ব্যাপারে পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার।
এমনিতে ইলেকট্রিক বাস কেনার খরচ একটু বেশি হলেও এগুলি চালানোর খরচ অনেকটাই কম। একটি ইলেকট্রিক বাসের দাম ৭৫ থেকে ৮৮ লক্ষ টাকা। তবে নিয়মিত ভাবে ব্যাটারি চার্জ করলেই বাসগুলিকে চালানো যায়। প্রাথমিক হিসেব অনুযায়ী, ইলেকট্রিক এসি বাস চালাতে প্রতি কিলোমিটারে খরচ মাত্র ১২ টাকা। চার্জিংয়ের জন্য পরিবহণ সংস্থার বিভিন্ন ডিপোয় চার্জিংয়ের পরিকাঠামোও তৈরি করা হয়েছে।