এ বার সবুজ সাথীর সাইকেল পাবে ১২ লক্ষ পড়ুয়া, জানুন কবে

কলকাতা: চলতি আর্থিক বছরে সবুজ সাথী প্রকল্পে মোট ১২ লক্ষ পড়ুয়াকে সাইকেল বণ্টন করবে রাজ্যে সরকার। স্কুলগুলি থেকে আসা রিপোর্টের ভিত্তিতেই এই সংখ্যা ধার্য হয়েছে বলে জানা গিয়েছে।

কাজটি পরিচালনা করে রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। সাইকেলের সংখ্যা চূড়ান্ত করে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর সাইকেল উৎপাদক সংস্থাকে টেন্ডারের মাধ্যমে বেছে নেওয়া হবে। কবে মিলবে সাইকেল?

দফতর সূত্রে খবর, এ বার স্কুলে স্কুলে সাইকেল বণ্টন শুরু করতে আরও কিছুটা সময় লাগবে। ওয়ার্ক অর্ডারের পর বিপুল সংখ্যক সাইকেল তৈরি করতে ভালোই সময় লাগবে। তারপর শুরু হবে স্কুলে স্কুলে বণ্টন। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা মনে করছেন, আরও মাস দু’য়েক সময় অন্তত লাগবেই।

নবান্ন সূত্রে জানা গিয়েছে,উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ—এই তিন জেলায় এক লক্ষের বেশি সাইকেল দেওয়া হবে। ২০১৫-১৬ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত ১ কোটির বেশি সাইকেল বিলি হয়েছে। প্রতি বছরে গড়ে ১২ লক্ষ করে পড়ুয়াকে সাইকেল দিয়েছে রাজ্য সরকার। তবে করোনার সময় স্কুল বন্ধ থাকায় বেশ কিছু জেলায় সাইকেল বিলিতে ব্যাঘাত ঘটেছিল। তবে এ বার সে সবের বালাই নেই। লক্ষ্যমাত্রা পূরণের যাবতীয় ব্যবস্থা করেই এগোতে চাইছে সরকার।

আরও পড়ুন: প্রাথমিক টেটের দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ, নিয়োগ হবে ১১ হাজার শূন্যপদে

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?