নতুন বাস রুটের উদ্বোধন হল শহরে। এবার ভাঙড়ের হাতিশালা ইনফোসিস থেকে কলকাতা স্টেশন পর্যন্ত চলবে কেবি ২৪ রুটের ২৬টি নতুন বাস। শনিবার দুপুরে এই বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।
এই নতুন রুটের বাসগুলি হাতিশালা থেকে কারিগরি ভবন, বিশ্ব বাংলা গেট, নিউটাউন বাস স্ট্যান্ড, সেক্টর ৫, করুণাময়ী, বিকাশ ভবন, সিটি সেন্টার-১, বিধাননগর স্টেশন, শ্যামবাজার হয়ে কলকাতা স্টেশন পর্যন্ত চলবে। আপাতত ১২টি বাস দিয়ে পরিষেবা শুরু হলেও, ধাপে ধাপে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
এ বিষয়ে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, নতুন বাস পরিষেবা চালু হওয়ায় যাত্রীদের সুবিধা হবে। আপাতত ১২টি বাস চালানো হচ্ছে, ভবিষ্যতে সরকারি বাসও যুক্ত করা হবে, যাতে দ্রুত কলকাতা স্টেশন ও আরজি কর হাসপাতালে পৌঁছনো যায়।
এই একই রুটে আগে থেকেই কে-ওয়ান রুটের বেসরকারি বাস চলছিল। তবে সরকারি বাস পরিষেবা চালুর ফলে যাত্রীরা আরও সুবিধা পাবেন বলে মনে করছেন পরিবহণ দফতরের আধিকারিকরা।