Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শনি-রবিতে শিয়ালদহ শাখায় অনেক ট্রেন বাতিল - NewsOnly24

শনি-রবিতে শিয়ালদহ শাখায় অনেক ট্রেন বাতিল

কলকাতা: শিয়ালদহ উত্তর শাখার ১৪৩টি লোকাল ট্রেন বাতিল। দমদম স্টেশনে ইন্টারলকিং কাজের জন্য ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ৫২ ঘণ্টার জন্য ট্রেনগুলি বাতিল থাকবে। এর পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে।

পূর্ব রেল সূত্রে খবর, শনিবার থেকে শিয়ালদহের উত্তর শাখায় বাতিল থাকবে বহু লোকাল ট্রেন। সোমবার ভোর ৪টে থেকে আবারও এই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ১৬ তারিখ রাত ১২টা থেকে ১৮ তারিখ ভোর ৪টে পর্যন্ত ইন্টারলকিং কাজের প্রয়োজন হবে।

পূর্ব রেল সূত্রে খবর, এই শাখায় মোট ৮৯২টি ট্রেন চলে। তার মধ্যে ৭৪৯টি ট্রেন চলবে। শিয়ালদহ শাখায় এই ৫২ ঘণ্টায় ১৪৩টি ট্রেন বাতিল থাকবে।

শনিবার বাতিল

শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ-বর্ধমান, শিয়ালদহ-কাটোয়া, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-ডানকুনি, ব্যারাকপুর-দমদম, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন, মাঝেরহাট-মধ্যমগ্রাম, মাঝেরহাট-বারাসত, হাসনাবাদ-মাঝেরহাট, ক্যানিং-বারাসত, বারাসত-হাসনাবাদ, হাসনাবাদ-দমদম জংশন, বালিগঞ্জ-ব্যারাকপুর ও মাঝেরহাট-নৈহাটি-সহ অনেক লোকাল এবং শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস, আসানসোল ইন্টারসিটি এবং শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস।

রবিবার বাতিল

শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ-দত্তপুকুর, শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, ব্যারাকপুর-দমদম জংশন, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন, মাঝেরহাট-মধ্যমগ্রাম, মাঝেরহাট-বারাসত, হাসনাবাদ-মাঝেরহাট, দত্তপুকুর-মাঝেরহাট, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস-সহ অনেক ট্রেন।

Related posts

এসআইআর শুনানি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কমিশনকে পঞ্চম চিঠি

আইপ্যাক তল্লাশি-কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির জোড়া মামলা, যুক্ত করা হল মুখ্যমন্ত্রী ও সিপিকে

‘মনে হচ্ছে, নিজের কাউকে হারালাম’ পিডিএস নেতা সমীর পুততুণ্ডর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর