রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সাধনা দাস বসু : রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভবানীপুর উপনির্বাচন সহ রাজ্যের তিনটি বিধানসভা আসনের ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে।

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে ভোট নেওয়া হবে। এ ছাড়া মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর আসনেও ঐ দিন ভোট নেওয়া হবে। এই তিন আসনের জন্য ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এই ১৫ কোম্পানির মধ্যে সিআরপিএফ – র ৭ , বিএসএফ -র ৪ , এসএসবি- র ২ , এবং সিআইএসএফ ও আইটিবিপি-র ১ কোম্পানি করে বাহিনী থাকছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন