প্রথম পাতা খবর মধ্যপ্রদেশে নর্মদা নদীতে বাস পড়ে মৃত্যু হল ১৫ যাত্রীর

মধ্যপ্রদেশে নর্মদা নদীতে বাস পড়ে মৃত্যু হল ১৫ যাত্রীর

712 views
A+A-
Reset

মধ্যপ্রদেশে নর্মদা নদীতে বাস পড়ে মৃত্যু হল ১৫ যাত্রীর। এ দিন সকালে ইন্দৌর থেকে পুণেগামী যাত্রী বোঝাই একটি বাস সেতুর রেলিং ভেঙে নর্মদা নদীতে গিয়ে পড়ে। ৫৫ জন যাত্রী নিয়ে বাসটি উল্টে পড়ে যায় নর্মদা নদীতে। এখনও পর্যন্ত ১৩টি দেহ উদ্ধার হয়েছে। খারগোন ও ধর জেলার সীমান্তের নর্মদা নদীর খালঘাটে নির্মিত নর্মদা সেতুর ওপর থেকে বাসটি পড়ে যায় বলে জানা যায়।

এদিন দুর্ঘটনাগ্রস্ত মহারাষ্ট্র রোডওয়েজের বাসটিতে যাত্রী ছিলেন কমপক্ষে ৫৫ জন। বাসটি খারগোন ও ধর জেলার সীমান্তে নর্মদা নদীতে পড়ে যায়। বাসটি ইন্দোর থেকে পুনে যাচ্ছিল। খবর পাওয়ার পরেই তৎপরতা শুরু করে পুলিশ প্রশাসন। খারগোনও ও ধরের জেলাশাসক এবং পুলিশ সুপাররা
ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকারীরা জানিয়েছে সেতুর রেলিং ভেঙে বাসটি সরাসরি নদীতে না পড়ে ধারে পাথরের ওপরে পড়ে উল্টে যায়।

খারগোনের পুলিশ সুপার ধরমবীর সিং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ১৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যদিও স্থানীয় সূত্রে দাবি ১৫ টি মৃতদেহ উদ্ধার করা বয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ৫-৭ জনের অবস্থা সংকটাপন্ন। যাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে মৃতের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে টুইট করে জানান, ধর জেলার প্রশাসনের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। বাসটিকে সরিয়ে দেওয়া হয়েছে। আহতদের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন :

রাষ্ট্রপতি নির্বাচন: বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ চন্দ্রিমার

দুর্গাপুজোর বাজেট থেকে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান

‘সকল সংসদে খোলা পরিবেশে বিশ্লেষণ, আলোচনা, তর্ক বিতর্ক হোক’, বিরোধীদের প্রতি সহযোগিতার আবেদন মোদীর

সোমবার থেকে কার্যকর হচ্ছে নয়া জিএসটি হার, দামী হচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.