প্রথম পাতা খবর দুর্গাপুজোর বাজেট থেকে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান

দুর্গাপুজোর বাজেট থেকে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান

82 views
A+A-
Reset

সাধনা দাস বসু : উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের বারোয়ারি বৃন্দাবন মাতৃ মন্দিরের ১১৩ তম বর্ষের দুর্গা পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল খুঁটি পুজোর মধ্য দিয়ে।

পুজোর আনন্দে সকলকে সামিল করতে প্রত্যেক বছরের মত এই বছরও বারোয়ারি বৃন্দাবন মাতৃ মন্দিরের সদস্যরা পুজোর বাজেট থেকে টাকা বাঁচিয়ে ৪ লক্ষ টাকার স্কলারশিপ দিলো রাজ্যের বিভিন্ন প্রান্তের ৪০ জন দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীকে। ১৭ জুলাই রবিবার , এক অনুষ্ঠানে প্রত্যেকের হাতে এককালীন ১০ হাজার টাকা করে স্কলারশিপ তুলে দিলেন উদ্যোক্তারা।

এই স্কলারশিপ শুরু হয়েছিল ৫ জন ছাত্র-ছাত্রীকে দিয়ে। আজ সেই সংখ্যা দাঁড়িয়েছে ৪০য়ে। ভবিষ্যতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলেই উদ্যোক্তাদের আশা। এর মধ্যে একটি স্কলারশিপ উৎসর্গিত হলো আমাদের সকলের প্রিয় চিত্র সাংবাদিক , অকাল প্রয়াত রনি রায় এবং তাঁর সহধর্মিনী পিঙ্কি রায়ের স্মৃতি রক্ষার্থে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী ডাঃ শশী পাঁজা , প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ , সমাজকর্মী সঞ্জয় রায় , অভিনেত্রী ও পরিচালক শিউলি রমানি গোমস্ , রাজিব গোলচা , অনামিকা ঘোষ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন শিবেন্দু ও প্রেমাঙ্কুর।

আরও পড়ুন: সোমবার থেকে কার্যকর হচ্ছে নয়া জিএসটি হার, দামী হচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.