প্রথম পাতা খবর মন্দিরে ধস, ভাসল বাড়িঘর! ভারী বৃষ্টিতে ২৪ ঘণ্টায় মৃত ১৬ হিমাচলপ্রদেশে

মন্দিরে ধস, ভাসল বাড়িঘর! ভারী বৃষ্টিতে ২৪ ঘণ্টায় মৃত ১৬ হিমাচলপ্রদেশে

402 views
A+A-
Reset

নয়াদিল্লি: ভারী বৃষ্টিপাতের জেরে বিধ্বস্ত হিমাচলপ্রদেশ। দুটি পৃথক ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মৃত ১৬ জন। রবিবার রাতে সোলান জেলায় একটি ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে এবং সিমলা শহরের পাহাড়ি এলাকায় একটি শিব মন্দিরে চত্বরে ভূমিধসে ন’জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

সংবাদ সংস্থা পিটিআই-এর কাছে সিমলার ডেপুটি কমিশনার আদিত্য নেগি জানিয়েছেন, সিমলা শহরে দুটি ভূমিধসে ১৫ থেকে ২০ জন লোক চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোলানের কান্দাঘাট মহকুমার মামলিগ গ্রামে প্রাকৃতিক বিপর্যয়ে আহত ছয়জনকে উদ্ধার করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওই বিপর্যয়ে দুটি বাড়ি এবং একটি গোয়ালঘর ভেসে গিয়েছে।

মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সোশ্য়াল মিডিয়ায় শোক প্রকাশ করে লেখেন, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সমস্ত সম্ভাব্য সাহায্য নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। রবিবার সমস্ত জেলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

রাজ্য জরুরি অপারেশন সেন্টারের মতে, বিপর্যয়ের কারণে রাজ্যে ৭৫২টি রাস্তা বন্ধ হয়ে গেছে। ভারী বৃষ্টির মধ্যে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে পার্বত্য রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এ দিন বন্ধ থাকবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.