বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এবার গুজরাটে। এই বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বনাসকাণ্ঠা জেলার ডীসা শহরের অদূরে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।
বিস্ফোরণের ফলে কারখানার একাংশ ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে কয়েকজন শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কারখানাটিতে বেআইনি ভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বনাসকাণ্ঠার জেলাশাসক মিহির পটেল জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ ডীসা শিল্পতালুক এলাকায় বড় বিস্ফোরণের খবর পাওয়া যায়। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেই ১০ জন শ্রমিকের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় কারখানাটি পুরোপুরি ধসে পড়ে। পরে পুলিশ আরও সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করে।
প্রসঙ্গত, এর আগের দিনই দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে বেআইনি বাজি মজুত রাখার কারণে বিস্ফোরণ ঘটে। সোমবার রাতে ওই দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়। একের পর এক এমন দুর্ঘটনা প্রশাসনের নজরদারির ঘাটতি এবং বেআইনি বাজি কারখানাগুলোর কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলছে।