দ্বিতীয় বর্ষে আসানসোল দুর্গাপুজো কার্নিভালে ১৭টি পুজো, মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে চূড়ান্ত প্রস্তুতি বৈঠক

আসানসোলের দ্বিতীয় বর্ষের “দুর্গাপুজো কার্নিভাল ২০২৪” এ অংশ নিচ্ছে ১৭টি পুজো কমিটি। সোমবার বিকেল ৪টা থেকে শুরু হবে এই কার্নিভাল। ২০২৩ সালে ১৪টি পুজো কমিটি অংশ নিয়েছিল, এবছর সেই সংখ্যা বেড়ে ১৭-তে পৌঁছেছে।

রবিবার সকালে আসানসোলের সার্কিট হাউসে রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসিপি (হেডকোয়ার্টার) অরবিন্দ আনন্দ, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

বৈঠকের পর জেলাশাসক ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা পুজো কার্নিভালের রুট পরিদর্শন করেন। এবছর কার্নিভালের রুট পরিবর্তন করে বার্নপুর রোডে করা হয়েছে, যেখানে চিত্রা মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে ভগৎ সিং মোড়ে শেষ হবে।

বার্নপুর রোডে কার্নিভালের মূল রাস্তায় তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বিচারকদের রায়ে তিনটি সেরা দুর্গাপুজোকে পুরস্কৃত করবে রাজ্য সরকার।

নিরাপত্তার জন্য চিত্রা মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত এলাকা ঘিরে রাখা হবে এবং দুপুর থেকেই বার্নপুর রোডসহ সংলগ্ন সব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে