রাজ্যের স্কুলগুলির লাইব্রেরিতে এ বার বাধ্যতামূলকভাবে রাখা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ১৯টি বই। সম্প্রতি স্কুলশিক্ষা দফতরের তরফে ২,০২৬টি বিদ্যালয়ের পাঠাগারের জন্য ২০ কোটি ২৬ লক্ষ টাকা বরাদ্দ করে বই কেনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি স্কুলের জন্য বরাদ্দ এক লক্ষ টাকা।
স্কুলগুলিকে পাঠানো তালিকায় ৫৬০টি বইয়ের মধ্যে রয়েছে মমতার লেখা ‘বিকেলটা হারিয়ে গিয়েছে’, ‘আমার পাহাড়’, ‘আমার জঙ্গল’, ‘চোখের তারা’, ‘জীবন সংগ্রাম’–সহ ১৯টি বই। এই তালিকায় রয়েছেন রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ, মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়, নবনীতা দেবসেনের মত সাহিত্যিকরাও। রয়েছে হোমার, আইনস্টাইন, হেলেন কেলারের লেখাও।
তবে শুধু মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের আরও কিছু নেতা-নেত্রীর বইও রয়েছে তালিকায়— যা ঘিরে উঠেছে সমালোচনার সুর। বিরোধীদের মতে, শিক্ষাক্ষেত্রে শাসক দলের হস্তক্ষেপের নিদর্শন এই পদক্ষেপ।
পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সম্পাদক শুধাংশু দে জানিয়েছেন, প্রকল্পটি ২০১৯-’২০ সালের পুরনো উদ্যোগ। চার-পাঁচ হাজার বইয়ের তালিকা থেকে বাছাই হয়েছে চূড়ান্ত ৫৬০টি বই। তৎকালীন শিক্ষা কমিশনারের নেতৃত্বাধীন বিশেষ কমিটি এই তালিকা তৈরি করেছিল।