প্রথম পাতা খেলা আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ, ঋষভ পন্থকে শাস্তি দিল আইসিসি

আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ, ঋষভ পন্থকে শাস্তি দিল আইসিসি

104 views
A+A-
Reset

শৃঙ্খলাভঙ্গের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে সতর্ক করল ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থকে। ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলিতে চলতি প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলায় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে

এ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন পন্থ। দুই ইনিংসেই সেঞ্চুরি করেন — তাঁকে মাঠে আচরণবিধি ভঙ্গের জন্য অভিযুক্ত করা হয়েছে। আইসিসির কোড অব কন্ডাক্টের স্তর ১-এর ২.৮ ধারার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে, যা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের বিষয় নিয়ে।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৬১তম ওভারে এই ঘটনা ঘটে, যখন ক্রিজে ছিলেন হ্যারি ব্রুক ও বেন স্টোকস। পন্থ বলের অবস্থান নিয়ে মাঠের আম্পায়ারদের সঙ্গে আলোচনা করছিলেন। আম্পায়াররা বল গজ দিয়ে পরীক্ষা করে বদলানোর প্রয়োজন নেই বলে জানান। এতে অসন্তুষ্ট হয়ে পন্থ বল আম্পায়ারদের সামনে মাটিতে ছুড়ে মারেন। আইসিসি এই আচরণকে অসন্তোষ প্রকাশ হিসেবে গণ্য করেছে।

এই কারণে পন্থের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসে তার এটিই প্রথম অপরাধ। আনুষ্ঠানিক শুনানি হয়নি কারণ পন্থ নিজেই অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন।

মাঠের আম্পায়ার ক্রিস গাফানি ও পল রাইফেল, তৃতীয় আম্পায়ার শারফুদ্দৌলা ইবনে শাহিদ এবং চতুর্থ আম্পায়ার মাইক বার্নস এই অভিযোগ আনেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, স্তর ১ অপরাধের শাস্তির মধ্যে রয়েছে আনুষ্ঠানিক সতর্কবার্তা, ম্যাচ ফি-র সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং ১ বা ২ ডিমেরিট পয়েন্ট।

তবে এই সামান্য শৃঙ্খলাভঙ্গ সত্ত্বেও ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পন্থ। হেডিংলিতে টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি, এর আগে এই কীর্তি করেছিলেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.