মুর্শিদাবাদে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২, ক্রমশ স্বাভাবিক পরিস্থিতি

মুর্শিদাবাদে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার রাতে মুর্শিদাবাদের সুতি ও বীরভূমের মুরারই থেকে ধরা হয় দু’জনকে, যারা সম্পর্কে ভাই। মঙ্গলবার এ খবর জানিয়ে রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, “এই জোড়া খুনের তদন্তে সিট গঠন করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কয়েকজনকে চিহ্নিত করা হয়। সেই সূত্রেই অভিযান চালিয়ে ধৃতদের গ্রেপ্তার করা হয়।”

গত শনিবার রাতে জাফরাবাদের এক বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। কুপিয়ে খুন করা হয় এক ব্যক্তি ও তাঁর ছেলেকে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের মোতায়েন হলেও আতঙ্ক ছড়ায়।

তবে পয়লা বৈশাখে সামশেরগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। দোকানপাট খুলছে, রাস্তায় দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী ও বিএসএফ-এর টহলের জেরে আস্থা ফিরছে মানুষের মনে। যদিও আতঙ্ক পুরোপুরি কাটেনি। এখন পর্যন্ত এলাকায় মোট ২২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন