উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিচারাধীন বন্দিকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় পুলিশের উপর গুলি চালাল দুষ্কৃতীরা। বুধবার বিকেলে পাঞ্জিপাড়া কালিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় দুই পুলিশকর্মী নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, একদল দুষ্কৃতী পুলিশের গাড়িটি অনুসরণ করছিল। তবে কারা গুলি চালিয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
রাজ্যে সাম্প্রতিক সময়ে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা ক্রমাগত বাড়ছে। মালদহে একের পর এক হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ পুলিশকর্মী গুলিবিদ্ধ হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ল বলেই ধরে নেওয়া যেতে পারে।