এক শিফ্টেই এ বারের নিট পরীক্ষা, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) এক শিফটে নেওয়া হোক, দুই শিফটে নয়। এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত নিট পিজি ২০২৫ পরীক্ষার দুই শিফটে আয়োজন নিয়ে একটি বিজ্ঞপ্তির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি করে শুক্রবার। বিচারপতিরা বলেন, দুই শিফটে পরীক্ষা নিলে “অন্যায্যতা সৃষ্টি হয়” এবং জাতীয় পরীক্ষাকেন্দ্র (NTA)-কে এক শিফটে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেন। এই পরীক্ষা আগামী ১৫ জুন অনুষ্ঠিত হওয়ার কথা।

বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এন ভি আনজারিয়ার বেঞ্চ এ দিনের রায়ে বলেন, “দুই শিফটের প্রশ্নপত্র কখনই এক রকমের কঠিন হতে পারে না। গত বছর কিছু পরিস্থিতির কারণে নিট পিজি ২০২৪ হয়তো দুই শিফটে হয়েছিল, তবে পরীক্ষা গ্রহণকারী সংস্থার উচিত ছিল এবার এক শিফটে পরীক্ষার আয়োজন করার ব্যবস্থা নেওয়া।” আদালত এনটিএ-কে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা পরিচালনার নির্দেশ দিয়েছে।

কম্পিউটার-ভিত্তিক এই পরীক্ষার ফলাফল ১৫ জুলাই প্রকাশিত হওয়ার সম্ভাবনা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক