নবম দিনে পা দিল ‘অপারেশন অখল’, শহিদ ২ সেনা জওয়ান

জম্মু-কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে শহিদ দুই সেনা জওয়ান। শনিবার নবম দিনে পা দিল ‘অপারেশন অখল’ অভিযান। সেনা সূত্রে খবর, শহিদদের নাম ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহী হরমিন্দর সিং। সংঘর্ষে আরও দুই জওয়ান আহত হয়েছেন। এই নিয়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০-এ।

চিনার কর্পস এক্স-এ পোস্ট করে জানিয়েছে, দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা এই দুই বীর জওয়ানের সাহস ও নিষ্ঠা চিরকাল অনুপ্রেরণা জোগাবে। সেনা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ভারতীয় সেনা।

গত ১ আগস্ট শুরু হয় ‘অখল’ অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ কাশ্মীরের আকখল গ্রামের জঙ্গলে শুরু হয়েছিল তল্লাশি অভিযান। এখনও পর্যন্ত পাঁচের বেশি সন্ত্রাসবাদী খতম হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, আরও অন্তত তিন জন লস্কর-ই-তইবা জঙ্গি জঙ্গলের গুহা-সদৃশ আস্তানায় লুকিয়ে রয়েছে।

ঘন জঙ্গল, পাহাড়ি গুহা ও দুর্গম এলাকা অভিযানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ড্রোন, হেলিকপ্টার এবং প্যারা কম্যান্ডো ব্যবহার করে অভিযান চালাচ্ছে সেনা। শুরু থেকে টানা গুলির লড়াই ও বিস্ফোরণে কেঁপে উঠছে এলাকা। সন্ত্রাসবাদীরা নাইট-ভিশন ডিভাইস ও লং-রেঞ্জ রাইফেল দিয়ে হামলা চালাচ্ছে বলে জানা গেছে।

অখল গ্রামের বহু বাসিন্দা নিরাপদ স্থানে সরে গিয়েছেন। প্রশাসন স্থানীয়দের সহায়তায় নোডাল অফিসার নিয়োগ করেছে। এপ্রিলের পাহেলগাঁও হামলায় ২৬ জন সাধারণ নাগরিক, যাঁদের বেশিরভাগই পর্যটক, নিহত হওয়ার পর থেকেই উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে সেনা। এপ্রিল থেকে এখন পর্যন্ত প্রায় ২০ জন শীর্ষস্থানীয় সন্ত্রাসবাদীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক