ভারতের রেল সেক্টরে আসছে বড় পরিবর্তন। আগামী দুই থেকে তিন বছরে ২০০ নতুন বন্দে ভারত ট্রেন, ১০০ অমৃত ভারত ট্রেন, ৫০ নমো ভারত র্যাপিড ট্রেন এবং ১৭,৫০০ সাধারণ নন-এসি কোচ চালু করার পরিকল্পনা করেছে রেল মন্ত্রক। কেন্দ্রীয় বাজেটে রেলের জন্য ২.৫২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করায় এই পরিকল্পনা আরও গতি পাবে বলে জানিয়েছে মন্ত্রক।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নতুন ট্রেন ও আধুনিক কোচ মধ্যবিত্তদের জন্য বড় সুবিধা বয়ে আনবে। তিনি বলেন, এ বছরের বাজেটে রেলের পরিকাঠামো উন্নয়নের জন্য ৪.৬০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিরাপত্তার জন্য বরাদ্দ হয়েছে ১.১৬ লক্ষ কোটি টাকা, যা রেলের বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে।
বাজেট পেশের পর রেল ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রেলমন্ত্রী জানান, এই বাজেট বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করবে এবং মধ্যবিত্তদের আয়কর কমানোর মাধ্যমে আর্থিক স্বস্তি দেবে।
রেল মন্ত্রক নিজস্ব উৎস থেকে ৩,০০০ কোটি টাকা অতিরিক্ত তহবিল সংগ্রহ করবে। কৌশলগত লাইনের ক্ষতির জন্য বাজেটে ২,৭৩৯.১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় বেশি। জাতীয় প্রকল্পগুলোর ঋণের সুদ পরিশোধের জন্য এই বছর ৭০৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। রেলের মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩,০২,১০০ কোটি টাকা, যা গত বছরের সংশোধিত অনুমানের ২,৭৯,০০০ কোটি টাকা থেকে বেশি।
২০৪৭ সালের মধ্যে ৭,০০০ কিমি উচ্চ-গতির রেল নেটওয়ার্ক তৈরি করা হবে, যা ২৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলতে সক্ষম হবে। ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে ১০০ শতাংশ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা পূরণ করবে ভারতীয় রেল।
এই বাজেটের ফলে ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়ন এবং যাত্রী পরিষেবার মানোন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মনে করছে রেল মন্ত্রক।