কলকাতা: আজ, ২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ কর্মসূচি। সভা শুরুর আগে থেকেই গোটা চত্বরে থিকথিকে ভিড়। বিভিন্ন ভাষাভাষি, ধর্ম এবং নানা সাজের মানুষের জমায়েতে কলকাতায় ধর্মতলায় যেন জড়ো হয়েছে গোটা ভারতবর্ষ!
২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে সকাল থেকে ধর্মতলামুখী ভিড়। দূর-দূরান্ত থেকে তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দিতে পৌঁছে গিয়েছেন কর্মী-সমর্থকরা। ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যেও ধর্মতলায় পৌঁছে গিয়েছেন প্রচুর সংখ্যক মানুষ।
রবিবার ছুটির দিন হলেও ট্রেন এবং মেট্রোয় ভিড় অনেকটাই বেড়েছে। সকাল থেকেই ট্রেনে স্বাভাবিকের চেয়ে বেশি ভিড়। সকাল ৯টার পর মেট্রো পরিষেবা শুরু হয়েছে। স্টেশনে স্টেশনে থিকথিকে ভিড়। শহর এবং শহরতলির বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের কর্মী এবং সমর্থকেরা মিছিল করে ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন। শিয়ালদহ এবং হাওড়া স্টেশন থেকেও জেলার সমর্থকেরা মিছিল করে ধর্মতলা পৌঁছচ্ছেন।
এ দিকে, সমাজবাদী পার্টির নেতা ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে প্রচুর সংখ্যায় জড়ো হয়েছেন দলীয় কর্ম-সমর্থকেরা। মমতার আমন্ত্রণেই কলকাতা আসছেন তিনি। তাঁকে অভ্যর্থনা জানানো হবে। একুশের মঞ্চে তিনি ভাষণও দেবেন। ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করতেই এই পরিকল্পনা বলেই ধরে নেওয়া যেতে পারে।