Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মধ্যরাতে ভূমিধসে ২৪ জনের মৃত্যু, ওয়েনাদে আটকে কয়েকশো - NewsOnly24

মধ্যরাতে ভূমিধসে ২৪ জনের মৃত্যু, ওয়েনাদে আটকে কয়েকশো

প্রবল বৃষ্টির কারণে কেরলের ওয়েনাদ জেলায় চার ঘণ্টার মধ্যে তিনটি ভূমিধসে অন্তত ২৪ জনের মৃত্যু। কয়েকশো মানুষের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফ সহ একাধিক সংস্থা মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

কেরল রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং এনডিআরএফ ছাড়াও, কান্নুর প্রতিরক্ষা সুরক্ষা কর্পসও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ন জানান, দুটি বায়ুসেনার হেলিকপ্টার শীঘ্রই ওয়েনাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারই বিজয়নের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি । প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর সঙ্গেও কথা বলেছেন। কেরলে বিজেপির একমাত্র সাংসদ সুরেশ।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুর্যোগে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।

Related posts

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও