বাড়তি ভাড়া নেওয়ায় ২৫ রুটের বাসকে শোকজ

ডেস্ক: বাসমালিকরা নিজেই বাস ভাড়া বাড়িয়ে নিয়েছিলেন। সাতটাকার ভাড়া হয়ে গিয়েছিল ১০ টাকা। ৯ টাকার ভাড়া ১৫ টাকা, আর ১৫ টাকার ভাড়া কুড়ি টাকা। যা নিয়ে প্রায় নিত্যই যাত্রীদের সঙ্গে কন্ডাক্টরদের বচসা বাঁধত। পরিবহণ দপ্তরের কাছে অভিযোগও আসছিল প্রায়দিনই। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের বারবার অনুরোধ সত্ত্বেও ভাড়া কমাননি মালিকরা।


এবার ভাড়া নিয়ন্ত্রণে বাসে হানা মোটর ভেহিকেলস ইনস্পেক্টরদের। জানা গিয়েছে কলকাতার ২৫ টি রুটের মালিকদের শোকজের চিঠি পাঠানো হয়েছে। মালিকদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে বাড়তি ভাড়া নেওয়া হলে, পারমিট বাতিল করে দেওয়া হবে।কেন বেশি ভাড়া নেওয়া হচ্ছে, কারণ জানাতে বলা হল। পরবর্তীকালে আরও কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি।

আরও পড়ুন: ‘রাম রাজ্য নয়, কিলিং রাজ’ চলছে, লখিমপুরে কৃষক হত্যা নিয়ে যোগীকে তোপ মমতার


সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে রাজ্য সরকারের তরফে ভাড়াবৃদ্ধি করেনি সরকার। তা সত্ত্বেও ডিজেলের দামবৃদ্ধি এবং যাত্রী কম হওয়ার অজুহাতকে এই ভাড়া বাড়ানোর হাতিয়ার করেছিল বেসরকারি বাসমালিকরা। ফলে  বাড়তি ভাড়াই গুনতে হচ্ছে যাত্রীদের। তাই একপ্রকার বাধ্য হয়ে ভাড়া নিয়ন্ত্রণে নজরদারি শুরু করে এমভিআইরা। যেখানেই এই বাড়তি ভাড়ার টিকিট পেয়েছে, সেই সব বাস এ মিনিবাসের মালিককে শোকজের চিঠি পাঠানো হয়।


রাজ্য পরিবহন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, যে সমস্ত রুটে বাড়তি বাস ভাড়া নেওয়া হচ্ছে, সেগুলিকে চিহ্নিত করা হবে। এখন শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তাতেও কাজ না হলে ভবিষ্যতে পারমিট বাতিল করা হতে পারে।  অন্যদিকে বাস মালিকদের সংগঠন জানিয়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। করোনার জেরে লকডাউনের কারণে বহু দিন বসেছিল বাস। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে বাসের ভাড়া ন্যূনতম হারে বৃদ্ধি করা না হলে আর বাস চালানো সম্ভব নয়। সে কারণেই বিভিন্ন জায়গায় বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। সংগঠনগুলো আরও জানিয়েছে, ভাড়া বৃদ্ধির বিষয়ে সরকার একটা নির্দিষ্ট পথ ঠিক করুক। না হলে পুজো মিটলেই ফের রাস্তায় বেসরকারি বাস কমতে পারে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক