Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বাড়তি ভাড়া নেওয়ায় ২৫ রুটের বাসকে শোকজ - NewsOnly24

বাড়তি ভাড়া নেওয়ায় ২৫ রুটের বাসকে শোকজ

ডেস্ক: বাসমালিকরা নিজেই বাস ভাড়া বাড়িয়ে নিয়েছিলেন। সাতটাকার ভাড়া হয়ে গিয়েছিল ১০ টাকা। ৯ টাকার ভাড়া ১৫ টাকা, আর ১৫ টাকার ভাড়া কুড়ি টাকা। যা নিয়ে প্রায় নিত্যই যাত্রীদের সঙ্গে কন্ডাক্টরদের বচসা বাঁধত। পরিবহণ দপ্তরের কাছে অভিযোগও আসছিল প্রায়দিনই। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের বারবার অনুরোধ সত্ত্বেও ভাড়া কমাননি মালিকরা।


এবার ভাড়া নিয়ন্ত্রণে বাসে হানা মোটর ভেহিকেলস ইনস্পেক্টরদের। জানা গিয়েছে কলকাতার ২৫ টি রুটের মালিকদের শোকজের চিঠি পাঠানো হয়েছে। মালিকদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে বাড়তি ভাড়া নেওয়া হলে, পারমিট বাতিল করে দেওয়া হবে।কেন বেশি ভাড়া নেওয়া হচ্ছে, কারণ জানাতে বলা হল। পরবর্তীকালে আরও কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি।

আরও পড়ুন: ‘রাম রাজ্য নয়, কিলিং রাজ’ চলছে, লখিমপুরে কৃষক হত্যা নিয়ে যোগীকে তোপ মমতার


সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে রাজ্য সরকারের তরফে ভাড়াবৃদ্ধি করেনি সরকার। তা সত্ত্বেও ডিজেলের দামবৃদ্ধি এবং যাত্রী কম হওয়ার অজুহাতকে এই ভাড়া বাড়ানোর হাতিয়ার করেছিল বেসরকারি বাসমালিকরা। ফলে  বাড়তি ভাড়াই গুনতে হচ্ছে যাত্রীদের। তাই একপ্রকার বাধ্য হয়ে ভাড়া নিয়ন্ত্রণে নজরদারি শুরু করে এমভিআইরা। যেখানেই এই বাড়তি ভাড়ার টিকিট পেয়েছে, সেই সব বাস এ মিনিবাসের মালিককে শোকজের চিঠি পাঠানো হয়।


রাজ্য পরিবহন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, যে সমস্ত রুটে বাড়তি বাস ভাড়া নেওয়া হচ্ছে, সেগুলিকে চিহ্নিত করা হবে। এখন শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তাতেও কাজ না হলে ভবিষ্যতে পারমিট বাতিল করা হতে পারে।  অন্যদিকে বাস মালিকদের সংগঠন জানিয়েছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। করোনার জেরে লকডাউনের কারণে বহু দিন বসেছিল বাস। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে বাসের ভাড়া ন্যূনতম হারে বৃদ্ধি করা না হলে আর বাস চালানো সম্ভব নয়। সে কারণেই বিভিন্ন জায়গায় বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। সংগঠনগুলো আরও জানিয়েছে, ভাড়া বৃদ্ধির বিষয়ে সরকার একটা নির্দিষ্ট পথ ঠিক করুক। না হলে পুজো মিটলেই ফের রাস্তায় বেসরকারি বাস কমতে পারে।

Related posts

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও

এসএসসি মামলায় বয়সছাড়ে ব্রেক, হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট