বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে গড়ে ওঠা আশার বীজ এ বার বাস্তবে রূপ পেতে চলেছে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিনিয়োগ প্রস্তাব খতিয়ে দেখে রাজ্য সরকার ২,৫১৫ একর জমি শিল্পায়নের জন্য বরাদ্দ করেছে।
পুরুলিয়া, দুর্গাপুর, পানাগড়-সহ ১০টি জায়গায় এই জমি থাকবে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের অধীনে। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এতে প্রায় ২৫ হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে এবং প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে কর্মসংস্থান হবে প্রায় ৭০ হাজার মানুষের। মূলত ইস্পাত শিল্পেই এই বিনিয়োগ হচ্ছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে ১৫টি শিল্পতালুকে ৪৩টি সংস্থাকে জমি বরাদ্দের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এছাড়া, জেলার পর জেলায় সিনেমা হল সহ শপিং মল তৈরির ঘোষণাও বাস্তবায়নের পথে। পিপিপি মডেলে ১১টি জেলায় শপিং মল তৈরির ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। তালিকায় রয়েছে দার্জিলিং, হাওড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও বাঁকুড়া। মলে অন্তত দুটি তলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলের জন্য সংরক্ষিত থাকবে।
মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য দ্রুত শিল্পায়ন এবং কর্মসংস্থান তৈরি করা।”