নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার শিশির মঞ্চে হয়ে গেল চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক হরনাথ চক্রবর্তী,অরিন্দম শীল,পরমব্রত চট্টোপাধ্যায়,সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়,রাজ্যের মন্ত্রী তথা সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন প্রমুখ।৫০শতাংশ দর্শক নিয়েই চলবে চলচ্চিত্র উৎসবের ছবি প্রদর্শন।এদিন সাংবাদিক বৈঠকে প্রকাশিত হল উৎসবের সিনেমার সূচী।এবছর চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধা জানানো হবে সত্যজিৎ রায়,চিদানন্দ দাশগুপ্ত এবং হাঙ্গেরির চিত্র পরিচালক মিকলোস জ্যাসোকে।
সত্যজিৎ রায়ের চারটি ছবি প্রদর্শিত হবে এবছর চলচ্চিত্র উৎসবে।’পথের পাঁচালী’,’পরশ পাথর’,’নায়ক’ এবং ‘শতরঞ্চ কে খিলাড়ি’।বিশেষ শ্রদ্ধা জানানো হবে পরিচালক চিদানন্দ দাশগুপ্তকেও। প্রদর্শিত হবে মিকলোস জ্যাঁসোর ছবি ‘ইলেক্ট্রো মাই লাভ’।২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসবে সম্মান জানানো হবে সদ্য প্রয়াত চলচ্চিত্র জগতের দিকপালদের।দিলীপ কুমারের ‘মুঘল-এ-আজম’,’মধুমতী’-র মতো ছবি দেখা হবে উৎসবে।প্রদর্শিত হবে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর ছবি ‘উত্তরা’ এবং ‘আনোয়ার কা আজিব কিস্সা’। শ্রদ্ধাজ্ঞাপণ করা হবে সিনেমা তথা থিয়েটার জগতের অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তকেও।

গত বছরের মতো এবছরও ৭ই জানুয়ারি নবান্ন থেকে ভার্চুয়ালি উৎসবের উদ্বোধন হবে।চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে সত্যজিৎ রায়ের ছবি ‘অরণ্যের দিন রাত্রি’।১১ ই জানুয়ারি দেখানো হবে সুজিত সরকারের ছবি ‘উধাম’।৮ দিন ব্যাপী ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ৪১ টি দেশের ১৬০টি ছবি। এবছরের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। ৬২ টি বাংলা ছবি এবং ফিনল্যান্ডের ৬ টি ছবি প্রদর্শিত হবে।সবমিলিয়ে ১৬০টি ছবির ২০০টি শো আয়োজন করা হয়েছে।

থাকছে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ওপর তথ্যচিত্র ‘আমি সৌমিত্র’।ছবিটি দেখানো হবে আগামী ১০ জানুয়ারি সন্ধ্যা ৬ টায়।ছবির পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়।‘আমি সৌমিত্র’ তথ্যচিত্রটির ক্রিয়েটিভ ডিরেক্টর হলেন সৌমিত্র- কন্যা পৌলোমী বসু।অনেকেরই জানা যে,সৌমিত্র চট্টোপাধ্যায় শুধুমাত্র একজন নামী অভিনেতাই ছিলেন না।তিনি একাধারে যেমন কবি,আবৃত্তিকার,ভাষ্যকার, চিত্রকর ছিলেন,অপরদিকে নাট্যব্যক্তিত্ব,লেখক,পরিচালক হিসেবে ও তিনি সকলের মনে জায়গা করে নিয়েছেন।২০২০ সালে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর কাজে ফিরেছিলেন সৌমিত্রবাবু।ভারত লক্ষ্মী স্টুডিওতে হয়েছিল ‘আমি সৌমিত্র’র শ্যুটিং।এটাই ছিল তাঁর শেষ ক্যামেরার সামনে উপস্থিতি।শ্যুটিং শেষ হবার পরই তিনি করোনা আক্রান্ত হন।সব মিলিয়ে করোনাবিধি বজায় রেখে চলতি বছরের চলচ্চিত্র উৎসব যে সিনেপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারবে,তা বলাই যায়।