রবিবার ছয় ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, সমস্যায় যান চলাচল

আজ রবিবার দীর্ঘ ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকছে শহরের অন্যতম ব্যস্ত সেতু দ্বিতীয় হুগলি সেতু।

জানা গিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার কারণেই দ্বিতীয় হুগলি সেতু
বন্ধ রাখা হবে সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত।

স্বাভাবিকভাবেই ওই রুটের যানবাহন শহরের অন্যান্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে যানজট নিয়ন্ত্রণ করবার লক্ষ্যে তৎপর ট্রাফিক পুলিশ। খিদিরপুর রোড, এজেসি বোস রোড, জিরুট রোড, সেন্ট জর্জেস গেট রোড দিয়ে গাড়িগুলিকে পাস করানোর ব্যবস্থা করেছে বলে জানা গিয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক