আসানসোলে শুভেন্দুর সভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আটক ৩

আসানসোল: বিজেপির কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় তিন জনকে আটক করল পুলিশ। গত বুধবার সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসানসোলের সভায় পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, এই ঘটনায় আটক প্রত্যেকেই ওই অনুষ্ঠানের উদ্যোক্তা।

শুভেন্দুর সভায় কম্বল বিলির কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছিলেন খোদ বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ”পুলিশের ওপর ভরসা করে এই ধরনের অনুষ্ঠান করা ঠিক না। আরও প্রস্তুতির প্রয়োজন ছিল। এ রাজ্যের মানুষ কিছু পাবে শুনলেই দৌড়ায়। লক্ষীর ভাণ্ডারেও এই ধরনের ঘটনা ঘটেছে। দান খয়রাতি মানবতার অপমান। কিছু পাওয়ার লোভ দেখিয়ে মানুষকে টেনে আনা আমি সমর্থন করি না। গরীবকে সাহায্য করার অন্য নানারকম উপায় আছে।”

দিলীপের সেই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘দিলীপ ঘোষ বলেছেন পুলিশের ওপর ভরসা করে এই ধরনের অনুষ্ঠান করা ঠিক না। আরও প্রস্তুতি প্রয়োজন ছিল। তাতেই স্পষ্ট যে, ওখানে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। তাই আমরা দাবি করছি, শুভেন্দু অধিকারী-সহ ওই ঘটনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের সকলের বিরুদ্ধেই এফআইআর করা উচিত।’’

পুলিশ সূত্রে খবর, আটক হওয়া প্রত্যেকেই ওই অনুষ্ঠানের উদ্যোক্তা। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে