বাঁকুড়া: বাড়ির সামনে খেলছিল তিন শিশু। আচমকা মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল তাদের। শনিবার সকালে বিষ্ণুপুর থানার বাঁকাদহের বোড়ামারা গ্রামের ঘটনা। জানা গিয়েছে, ঝিরঝিরে বৃষ্টিতে মাটির দেওয়ালের একাংশ ভেঙে পড়েই এই মর্মান্তিক দুর্ঘটনা।
ঘটনায় প্রকাশ, এ দিন সকালে একটি বাড়ির পাশে বসে খেলা করছিল তিন শিশু। আচমকায় সেই বাড়ির মাটির দেওয়াল হুড়মুড়িয়ে পড়ে। চাপা পড়ে যায় তিনজনেই। তড়িঘড়ি পরিবারের লোকজন ও স্থানীয়দের তৎপরতায় ওই তিন শিশুকে মাটির দেওয়াল সরিয়ে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ওই তিন শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত তিন শিশুর নাম রোহন সর্দার (৫), নিশা সর্দার (৪) এবং অঙ্কুশ সর্দার (৩)। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।