গুজরাতে আবার সেতু বিপর্যয়, মৃত অন্তত ৯, আনন্দ–বডোদরার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

গুজরাতের বডোদরা জেলায় গম্ভীরা সেতু ভেঙে বুধবার সকালে অন্তত ন’জনের মৃত্যু হয়েছে। এই সেতুটি মাহিসাগর নদীর উপর তৈরি ছিল। সেতুর একটি অংশ ভেঙে পড়লে দুটি ট্রাক ও দুটি ভ্যান-সহ অন্তত চারটি গাড়ি নদীতে পড়ে যায়। ঘটনায় বডোদরা ও আনন্দ জেলার মধ্যে রাস্তা যোগাযোগ পুরোপুরি ব্যাহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৭টা নাগাদ সেতুর একটি অংশ ধসে পড়ে। এখনও পর্যন্ত চার জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন পদ্রা থানার পুলিশ অফিসার বিজয় চারন।

গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ পটেল জানান, সেতুটি ১৯৮৫ সালে নির্মিত হয় এবং প্রয়োজনমতো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হতো। তবে ঠিক কী কারণে সেতুটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল প্রযুক্তিগত বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত থেকে তল্লাশি ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

সেতু ভেঙে পড়ার জেরে রাজ্য সড়ক ধরে চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প রুটে যান চলাচল চালু করার চেষ্টা চলছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন