Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিহারে ভারতীয় সেনার গোলায় ৩ গ্রামবাসীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় ২ - NewsOnly24

বিহারে ভারতীয় সেনার গোলায় ৩ গ্রামবাসীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় ২

সেনার অনুশীলনে চরম বিপত্তি। ছাউনিতে চলছিল কামানের গোলা ছোড়ার অনুশীলন। আচমকাই একটি গোলা শুটিং রেঞ্জ পেরিয়ে গিয়ে পড়ে পাশের গ্রামে। সেই সময় মাঠে কাজ করছিলেন অনেকে। আচমকা পড়া গোলায় মৃত্যু হয়েছে ৩ গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলার বারাচাট্টি থানার অন্তর্গত গুলারভেদ গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মতোই বুধবার সকালে সেখানে কামানের গোলা ছোড়ার অনুশীলন চলছিল। আচমকা একটি গোলা কোনও ভাবে গ্রামের দিকে ছুটে যায়। সেই সময় খেতে কাজ করছিলেন বেশ কয়েকজন। তাঁদের খুব কাছে গিয়ে পড়ে গোলা এবং বিকট শব্দে বিস্ফোরণ হয়। যে ৭ জন বিস্ফোরণস্থলের কাছাকাছি কাজ করছিলেন, তাঁরা প্রত্যেকেই আহত হন।

তাঁদের নিকটবর্তী অনুগ্রহ নারায়ণ মগধ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও সেখানে ১ মহিলা-সহ ৩ জনের মৃত্যু হয়।

গয়ার পুলিশ সুপার আশিস ভারতী জানিয়েছেন, আহত বাকি ৩ জনের মধ্যে ২ মহিলার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একটি বিশেষ দল। ঘটনাটিকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা তৈরি হওয়ায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related posts

পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তাল মুর্শিদাবাদ, হেল্পলাইন ঘোষণা অভিষেকের

ভোটের বাংলায় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করলেন মোদী

দক্ষিণবঙ্গে শীতের দাপট কমছে, বাড়বে তাপমাত্রা, কুয়াশার সতর্কতা জারি