নিহত পিন্টু চক্রবর্তী। ছবি: সংগৃহীত
কোন্নগরের কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী খুনের ঘটনায় অবশেষে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে কুখ্যাত দুষ্কৃতী বাঘার ভাইও। বারাসত ও বেলঘরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কানাইপুরের এক ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় ধারালো অস্ত্র নিয়ে পিন্টু চক্রবর্তীর উপর এলোপাথাড়ি হামলা চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঘটনার দিন অভিযুক্তরা দীর্ঘ সময় কানাইপুরে ছিল এবং তৃণমূল নেতার অফিস সংলগ্ন একটি পানশালায় সন্দেহভাজনদের গতিবিধি ধরা পড়েছে।