কলকাতা: আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে শুধু তিনি নন, গ্রেফতার হয়েছেন আরও তিন জন।
সন্দীপ ছাড়া আরও যে তিনজন গ্রেফতার হয়েছেন বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এরা সকলেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। আপাতত চার জনই রয়েছেন নিজাম প্যালেস।
সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সন্দীপ ঘোষ ছাড়াও গ্রেফতার হয়েছেন আফসার আলি, সুমন হাজরা ও বিপ্লব সিংহ। এর মধ্যে আফসার হলেন সন্দীপের নিরাপত্তারক্ষী। অপরদিকে, সুমন ও বিপ্লব সিংহ ভেন্ডার হিসাবে পরিচিত।
হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা বিপ্লব সিংহ। বিপ্লবের সংস্থা ‘মা তারা ট্রেডার্স’ হাসপাতাল হাসপাতালে চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করত। দুর্নীতি মামলার তদন্তে ‘হাজরা মেডিক্যাল শপ’ নামে একটি ওষুধের দোকানে হানা দিয়েছিল সিবিআই। ওই দোকানের মালিক সুমন হাজরাকে গ্রেফতার করা হয়েছে।