আসানসোল: বুধবার সন্ধ্যেয় আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠানে মর্মান্তিক ঘটনা। জানা যায়, ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের শেষে বিশৃঙ্খল পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছোয় যে বহু মানুষ পদপিষ্ট হয়ে যান। পায়ের চাপে পড়ে এক কিশোরী ও দু’জন মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। সেই সঙ্গে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ঘটনায় প্রকাশ, এই ঘটনা যখন ঘটে সেই সময় অনুষ্ঠান মঞ্চে ছিলেন না বিরোধী দলনেতা। শুভেন্দু ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পর কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অভিযোগ, বিজেপির তরফে অনুষ্ঠানের আয়োজন করা হলেও দুর্ঘটনার পর স্থানীয় নেতৃত্বের দেখা মেলেনি।
জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠান থেকে প্রায় ৫ হাজার কম্বল বিতরণের কথা ছিল। কিন্তু প্রতীকীভাবে ৩-৪টি কম্বল বিলি করে মঞ্চ থেকে নেমে যান শুভেন্দু অধিকারী। দলীয় কার্যালয়ে বৈঠকে চলে যান তিনি। এরপরই কম্বল পাওয়া যাবে না এই আশঙ্কায় হুড়োহুড়ি পড়ে যায়। চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এর জেরেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত তিনজনের। মৃতদের নাম নাম প্রীতি সিং (১২), চাঁদমনি দেবী (৪৫) ও ঝালি বাউরি (৬০)। জখম আরও ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন।