কুলগাম: জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত সেনা জওয়ান।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, হ্যালান বনাঞ্চলে এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযান শুরু হয়। এটি ছিল সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান।
ঘটনায় প্রকাশ, জঙ্গিদের চার দিক থেকে ঘিরে ধরে যৌথবাহিনী। এর পরই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তিন সেনা জওয়ান নিহত হন।
সেনার তরফে জানানো হয়েছে, ওই এলাকায় অভিযান এখনও চলছে। এলাকায় শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় সেনার তরফে জানানো হয়েছে, জানানো হয়েছে, ‘‘কুলগামের হালানের জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে তিন জন কর্মী গুরুতর জখম হয়ে শহিদ হন। এখনও তল্লাশি অভিযান চলছে।’’