স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দেওয়ার পর গরমে অসুস্থ হয়ে পড়ে প্রায় ২৫ জন ছাত্রছাত্রী। তাঁদের তড়িঘড়ি ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে।
খবর পেয়ে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, ভয়ের কিছু নেই। গরমে কয়েক জন অজ্ঞান হয়েছিল, বর্তমানে সবাই সুস্থ। তবে এক ছাত্রী কিছুটা বেশি অসুস্থ, চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।