অমরনাথ যাত্রা শুরুর মুখে বড়সড় দুর্ঘটনা। জম্মু-কাশ্মীরের রামবান জেলায় চান্দেরকোট এলাকায় পহেলগাম রুট দিয়ে যাওয়া তীর্থযাত্রীদের কনভয়ে একাধিক বাসের সংঘর্ষে জখম হলেন অন্তত ৩৬ জন।
শনিবার সকালে এই দুর্ঘটনার খবর জানায় প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্রেক ফেল করার কারণে কনভয়ের পাঁচটি বাস একে অপরের পেছনে ধাক্কা মারে। সংঘর্ষে বেশ কয়েকজন যাত্রী ছিটকে পড়েন বাস থেকে।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। জখমদের রামবান জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা, চলবে ৯ অগস্ট পর্যন্ত। ৩,৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহায় পৌঁছনোর জন্য পহেলগাম ও বালতাল — দুটি রুট ব্যবহার করেন যাত্রীরা। পহেলগাম রুট তুলনায় দীর্ঘ হলেও অপেক্ষাকৃত নিরাপদ মনে করা হয়। সেই রুটেই এদিন দুর্ঘটনায় বিপর্যস্ত হল যাত্রীদের একাংশের যাত্রা।
প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত বাসগুলি এবং চালকদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা ও যানবাহনের স্বাস্থ্য পরীক্ষায় আরও কড়াকড়ি আনার নির্দেশও দেওয়া হয়েছে।