রাজ্য জুড়ে তৈরি ৩৯২টি ভিডিয়ো কনফারেন্স কক্ষ, ভার্চুয়াল মাধ্যমে প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে জোর নবান্নের

নবান্নের নতুন উদ্যোগে রাজ্য জুড়ে ৩৯২টি ভিডিও কনফারেন্স কক্ষ স্থাপন করা হয়েছে, যেখানে প্রশাসনিক কর্তারা ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দিতে পারবেন।

কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুসারে, জেলার জেলবন্দিদের বিষয়ে গঠিত ‘জেলা কমিটি’র বৈঠকে জেলাশাসক ও পুলিশ সুপারদের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করা হবে। এই পরিকাঠামোর মাধ্যমে আদালতের কাজেও অংশ নেওয়া যাবে, যা আমলাদের সময় বাঁচাবে এবং প্রশাসনিক কাজের গতি বাড়াবে।

অনেক সময় বিভিন্ন দফতরের আধিকারিকদের তলব করে আদালত। সশরীরে উপস্থিত না হয়ে ভিডিয়ো কনফারেন্স কক্ষ থেকে তাঁরা হাজিরা দিতে পারবেন। এর ফলে যাতায়াতে সময় অপচয় কমবে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?