ডেস্ক: উপনির্বাচনে চারে চার তৃণমূল, দিনহাটা-শান্তিপুর হাতছাড়া বিজেপির। বিপুল ভোটে দিনহাটা-শান্তিপুর-গোসাবা-খড়দয় জয়ী তৃণমূল। খড়দায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়। শান্তিপুরে ৬৩ হাজার ৮৯২ ভোটে জয়ী ব্রজকিশোর গোস্বামী। গোসাবায় ১ লক্ষ ৪৩ হাজার ভোটে জয়ী সুব্রত মণ্ডল। দিনহাটায় ১ লক্ষ ৬৪ হাজার ৮৮টি ভোটে জয়ী উদয়ন গুহ।
আরও পড়ুন : বড় ধাক্কা বিজেপির, গোসাবা-দিনহাটাতে রেকর্ড জয় তৃণমূলের
গোসাবা, খড়দহ, শান্তিপুর ও দিনহাটা বিধানসভা (By-Election) কেন্দ্রে গত ৩০ অক্টোবর উপনির্বাচন হয়েছে। মঙ্গলবার এই চার কেন্দ্রের ফলাফল ঘোষণা হল। বঙ্গ-উপনির্বাচনে চারকেন্দ্রেই বিপুল জয়ের পথে তৃণমূল কংগ্রেস। জয় নিশ্চিত হতেই টুইট করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই জয়কে মানুষের জয় বলেই ব্যাখ্যা করেছেন তৃণমূল সুপ্রিমো। লেখেন, “হিংসার রাজনীতি ছেড়ে ঐক্য আর উন্নয়নের রাজনীতিকেই বেছে নিয়েছে রাজ্যবাসী। আপনাদের আশীর্বাদে এভাবেই এগিয়ে যাব।”